হত্যা মামলায় বাগেরহাটে ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন পাটরপাড়া গ্রামের যুবক মীর তাজির হোসেন তাজ হত্যা (২৫) মামলায় পাঁচজনকে ফাসি দিয়েছেন আদালত। অপর এক আসামিকে বেকসুর খালাশ দেয়া হয়েছে। একই সাথে আদালত দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামের মৃত শাহাদাত মীরের ছেলে রিন্টু মীর (২৩), সুন্দরঘোনা গ্রামের তোফাজ্জেল চৌধুরীর ছেলে ফয়েজুল চৌধুরী (২০), ফকির জিয়া উদ্দিন জিয়া (২৮), মান্নান মীর (৫২), আলফাজ হোসেন রুবেল (২৮)। এ মামলায় নুর মোহাম্মদ শেখের ছেলে সহিদ শেখকে (৩৪) আদালত খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত সকলেই উপস্থিত ছিলো। ২০০৯ সালের ৯ জুন গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামের মোহেছেন মীরের ছেলে মীর তাজির হোসেন তাজকে তার খালাত ভাই রিন্টু মীরসহ অন্য সহযোগীরা বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে হত্যা করে। এ সময়ে তাজের কাছে থাকা একটি অত্যাধুনিক মোবাইলফোন ও নগদ ৭৫ হাজার টাকা হত্যাকারীরা নিয়ে তাজের লাশ গুম করে।