হত্যার দায়ে সাত জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার: জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৬ বছর আগেনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়েসাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।অন্য দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতাপ্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন দুজন।দণ্ডিতরা সবাই পলাতক রয়েছেন। গতকাল সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ  রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরাহলেন-কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ঘাউয়া মামুদের ছেলেরফিকুল ইসলাম ঢেরাই, একই গ্রামের আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ তুলাব, একইউপজেলার উত্তর কুঠিপাড়ার মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক, সৈয়দপুরউপজেলার খাতামধুপুর গ্রামের জবান আলীর ছেলে আতাহার আলী, জলঢাকা উপজেলারদক্ষিণ কাজিরহাট পূর্বপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মহসীন আলী, রংপুরজেলার গঙ্গাচড়া উপজেলার খেচুনীকুণ্ডা আলমবিদিতর গ্রামের মৃত মাহাতাবউদ্দিনের ছেলে মহুবার ও রংপুর সদর উপজেলার হাজীরহাট দোলাপাড়ার সহিদাররহমানের ছেলে মিন্টু মিয়া ওরফে শাহীন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরাহলেন-সৈয়দপুর উপজেলার খাতামধুটপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রফিকুলইসলাম ওরফে মামুন ও তার ভাই অফিসার রহমান। তাদের দু ভাইকে ১০ হাজার টাকাঅর্থদণ্ড করা হয়েছে। তা না দিলে আরো ৬ মাস কারাগারে কাটাতে হবে তাদের।