হত্যার দায়ে মা মেয়েসহ তিন ৩ মহিলার যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর দরবেশপুরের পাওন টাকা চাওয়া নিয়ে বিরোধ : তৈয়ব আলী হত্যা মামলার রায়

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা সদরের দরবেশপুর গ্রামের তৈয়ব আলীকে হত্যার দায়ে মা মেয়েসহ তিন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল হাসান এ দণ্ডাদেশ দেন।

‌                দণ্ডিতরা হলো- মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নতুন দরবেশপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী খোদেজা খাতুন, তার মেয়ে কাজলী খাতুন ও প্রতিবেশী টেংরার স্ত্রী জ্যোতি খাতুন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৭ আগস্ট সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের তৈয়ব আলী তার প্রতিবেশী কুরবান আলীর বাড়িতে পাওনা টাকা চাইতে যান এবং তার স্ত্রী ফেরদৌসী খাতুনকে মারধর করার প্রতিবাদ করেন। এ সময় কুরবান আলীর স্ত্রী খোদেজা খাতুন, তার মেয়ে কাজলী খাতুন ও প্রতিবেশীর স্ত্রী জ্যোতি প্রকাশ্যে দিবালোকে তৈয়ব আলীকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় তৈয়ব আলীর স্ত্রী ফেরদৌসী খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মেহেরপুর সদর থানার এএসআই শওকত আলী দীর্ঘ দু মাস তদন্ত করে ওই তিনজনকে অভিযুক্ত করে একই বছরের ৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতে দোষী প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল হাসান ওই রায় দেন। মামলায় সরকার পক্ষের কৌশুলী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক ও আসামিপক্ষের কৌশুলি ছিলেন অ্যাড. আতাউল হক আন্টু।