সড়ক দুর্ঘটনায় আহত মেহেরপুরের বাদশা মারা গেছে

মেহেরপুর অফিস: সড়ক দূর্ঘটনায় আহত মেহেরপুরের বাদশা মিয়া (১৮) মারা গেছে। ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকল কলেজে তিনি শেষ  নিঃশ্বাস ত্যাগ করেন। সে মেহেরপুর পৌরসভাধীন দিঘীরপাড়া গ্রামের কথিত সোর্স বাদল হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ সন্ধ্যার দিকে বাদশা মোটরসাইকেলযোগে বুড়িপোতা গ্রামের দিকে যাচ্ছিলো। যাদবপুর-বুড়িপোতা সড়কের চার রাস্তার মোড়ে পৌঁছালে বিপরিত দিকে থেকে আসা মাল বোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হয় বাদশা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ওই দিনই কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় সে মরা যায়। আজ মঙ্গলবার সকালে তার লাশ মেহেরপুরে পৌঁছুবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। মাদক বিক্রির ঘটনায় পুলিশের হাতে আটকের পর মেহেরপুর জেলা কারাগারের হাজতে রয়েছেন নিহতের পিতা বাদল।