সড়কে বৈদ্যুতিক খুটি ফেলা ডাকাতদলের সামনে হাজির পুলিশ : গ্রেফতার ২

চুয়াডাঙ্গার আলুকদিয়া পিরপুর-টেইপুর সড়কের বড় বটগাছের অদূরে ডাকাতির চেষ্টা ব্যর্থ

স্টাফ রিপোর্টার: সড়কে বৈদ্যুতিক খুটি ফেলে ডাকাতির সময় হাতেনাতে ধরাপড়েছে চুয়াডাঙ্গা টেইপুরের দু ব্যক্তি। গতরাত ১টার দিকে টেইপুর বড় বটগাছের অদূরবর্তীস্থানে ডাকাতদল বৈদ্যুতিক খুটি ফেলে ডাকাতির জন্য ওত পেতে বসে থাকা অবস্থায় ঘটনাক্রমে পৌঁছুয় পুলিশ। ডাকাতদল পুলিশ দেখে সটকে পড়ে। ধাওয়া করে পার্শ্ববর্তী পানবরজ থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, পরে পুনরায় এলাকায় পুলিশি তল্লাশি শুরু হয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত ছিলো।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে ধরাপড়া দুজন হলো চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিঠু (২৫) ও একই গ্রামের আমদ আলীর ছেলে ধুরো। চুয়াডাঙ্গা সদর থানার এসআই খালিদ ও এসআই সুমন সরকার এ অভিযানের নেতৃত্বে ছিলেন। পুলিশের এ দু অফিসার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, গতরাতে পিরপুরের একটি অভিযানে যাওয়ার পথে টেইপুর মজিবরের বাড়ির অদূরবর্তী বটতলায় তেমন কাউকেই দেখা যায়নি। অভিযান থেকে ফেরার সময় বটতলার অদূরে সড়কে বৈদ্যুতিক খুটি সড়কে ফেলে রাখা দেখে পিকআপ থামানো হয়। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে পুলিশ দল দ্রুত পজিশন নেয়। অপরদিতে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালায়। এ সময় ডাকাতদলের পিছু নিলে দেখা যায় রাস্তার পাশের পানবরজের মধ্যে মাথা গুজে বসে আছে একজন। তাকে গ্রেফতার করার পর আরও একজনকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত দুজনকে সদর থানায় নেয়া হয়। অতিরিক্ত ফোর্স নিয়ে একই অফিসারের নেতৃত্বে পুনরায় অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া গেলেও অভিযানে নেতৃত্বদানকারী অফিসারদ্বয় জানান, অভিযান সম্পন্ন হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো।