সড়কপারের সময় লেগুনার ধাক্কায় নিহত বৃদ্ধ

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ভিমরুল্লা বাঁকের অদূরে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভিমরুল্লা মসজিদের নিকট লেগুনার ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ ফজলুল হক (৭০) শেষ পর্যন্ত মারা গেছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই লেগুনাতেই তুলে তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়া হয়। ভর্তির ঘণ্টা দেড়েকের মাথায় বিকেল সাড়ে ৩টার দিকে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়া হয় নিজ গ্রাম ভিমরুল্লায়। গতকালই দাফন কাজ সম্পন্ন করার প্রক্রিয়া করা হয়।
জানা গেছে, ভিমরুল্লার স্কুলপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে ফজলুল হক ৫ কন্যার বাবা ছিলেন। তিনি বেশিরভাগ সময়ই থাকতেন তার ৪র্থ মেয়ে রূপালী বেগমের বাড়িতেই থাকেন। তৃতীয় মেয়ে একই গ্রামের রুশিয়ার বাড়ির নির্মাণ কাজ দেখতে যান। সেখান থেকে দুপুুর ১টার দিকে ফেরার সময় চুয়ডাঙ্গা-দর্শনা সড়কের ভিমরুল্লাহ মসজদি ও স্কুলের মধ্যবর্তী স্থানে চুয়াডাঙ্গা অভিমুখী লেগুনার ধাক্কায় আছড়ে পড়েন তিনি। তাকে ওই লেগুনার চালকই দামুড়হুদার চিৎলার গ্রামের আলাউদ্দীন স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত ফজলুল হককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসার এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে নিকটজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লেগুনার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণ করেন নিকটজনেরা।