স্বামী খুনের দায়ে স্ত্রী মর্জিনা ও তার পরকিয়ার যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরের আমঝুপিতে চাঞ্চল্যকর স্বামী মফেজুদ্দিন হত্যা মামলায় ঘাতক স্ত্রী মোছা. মর্জিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক মাতমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে জেল দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা ওই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কাজিপাড়ার মফেজুদ্দিনের স্ত্রী মোছা. মর্জিনা বেগম একই গ্রামের বাবুর আলীর ছেলে মাতমের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। পথের কাটা দূর করতে স্ত্রী মর্জিনা বেগম ও তার প্রেমিক মাতমের যোগসাজসে গত ১৯ জুলাই ২০১৩ তারিখ ভোর সাড়ে ৩টার দিকে ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা স্বামী মফেজুদ্দিনকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে লোক দেখানো অভিনয় করতে মৃত স্বামীকে কোলে তুলে নিয়ে স্ত্রী মর্জিনা বেগম মায়াকান্না দেখায়। ওই ঘটনায় পরেরদিন অর্থাৎ ২০ জুলাই ২০১৩ তারিখে মৃত মফেজুদ্দিনের নাতি সুমন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় পরকীয়া প্রেমিক জুটিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮। ঘাতক স্ত্রী মর্জিনা বেগম মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত তাহাজুদ্দিনের কন্যা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী ইকবাল হোসেন তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে বিজ্ঞ বিচারক ওই রায় দেন। সাজাপ্রাপ্ত দু আসামিকে গতকালই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পি.পি. অ্যাড. কাজি শহিদুল হক এবং আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. খন্দকার আব্দুল মতিন।