স্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদন

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্মআহ্বায়ক ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে চার নম্বর গেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ শাখায় এ আবেদন জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদ আবেদনটি গ্রহণ করেন। এ সময় সাংবাদিকসহ বেশ কিছু উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, আশা করি, শত ব্যস্ততার মাঝেও মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূল্যবান সময় প্রদান করে, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, আপনার কাছে আকুল আবেদন, আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে, প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে, আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ, বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি। তিনি বলেন, আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন বা তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাকে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক। হাসিনা আহমেদ বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী আমার অনুভূতি বুঝবেন। আমার স্বামী সালাহ উদ্দিনকে খুঁজে বের করবেন। আবেদনে তার অনুভূতি জানাতে ও স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন।