স্বামীর অত্যাচার ও অবহেলায় আত্মহত্যার পথ বেছে নিলো দু’সন্তানের জননী ইসমতারা

আলমডাঙ্গা ব্যুরো: স্বামীর অত্যাচার ও অবহেলায় আত্মহত্যার পথ বেছে নিলো আলমডাঙ্গার বকশিপুরের দু’সন্তানের জননী ইসমতারা। গতকাল বাপের বাড়িতে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবার ও পুলিশসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মাধবপুর গ্রামের সরোয়ার হোসেনের মেয়ে ইসমাতারার ১২ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী বকশিপুর গ্রামের নিজাম আলীর ছেলে তরিকুল ইসলামের সাথে। ১২ বছরের দাম্পত্যে তাদের ২টি সন্তান রয়েছে। গত ১ বছর পূর্বে স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও তরিকুল দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর থেকে সে আর ইসমাতারা ও তার সন্তানদের কোনো খরচ দিতো না। এক পর্যায়ে বাধ্য হয়ে ইসমাতারা দু’সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে যায়। গতকাল মঙ্গলবার সকালে তরিকুল ইসলাম মোবাইলফোনে স্ত্রী ইসমাতারাকে গালাগালি করলে অভিমানে ক্ষোভে সে বাপের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ সকালে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সরকারি হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হবে। এ ঘটনায় ইসমাতারার ভাই তরিকুল বাদি হয়ে আলমডাঙ্গা থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।