স্বপদে বহাল থাকলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীকে মেয়র পদ থেকে অপসারণে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনার বিরুদ্ধে স্থাগিতাদেশ প্রদান করেছেন উচ্চাদালত। আহম্মেদ আলীর দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে ৩ জুন ৬ মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। ওই বেঞ্চের আদেশটি গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র আহম্মেদ আলীর কাছে পৌঁছায়। আদেশের প্রেক্ষিতে তিনি স্বপদে বহাল থেকে পৌরসভার সব কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছেন বলে জানান আহম্মেদ আলী।

এদিকে এ খবরে আহম্মেদ আলীর সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা। গতকাল সন্ধ্যায় বিভিন্ন স্থানে তারা মিষ্টি বিতরণ করেছেন তারা। রাত ৮টার দিকে পূর্ব মালসাদহ মোড়ে মিষ্টি বিতরণ করেন ওই গ্রামের শামীম রেজা, সামিউল্লাহ, খলিল মিয়া, আমজাদ হোসেন প্রমুখ।

পৌরসভার উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে গত ২৮মে মেয়র পদ থেকে অপসারণের নির্দেশ দেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখার সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার নাথ।