স্থায়ী নিয়োগ পেলেন হাইকোর্টের ৫ বিচারপতি

স্টাফ রিপোর্টার:সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আরো পাঁচজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারকহিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতিগতকাল সোমবার এ নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকরহবে। স্থায়ী নিয়োগ পাওয়া বিচারকরা হলেন বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফরআহমেদ ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।২০১২ সালের ১৪ জুন এ ৫ বিচারকসহ ৬ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগদেয়া হয়। এদের মধ্যে অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসনেকে স্থায়ী বিচারকহিসেবে নিয়োগ দেয়া হয়নি। তাকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিতে প্রধানবিচারপতি সুপারিশ করেছিলেন বলে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে।      এদিকেবিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের কনিষ্ঠ বিচারকহিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন বিচারপতি আলতাফ। এ বেঞ্চে শুনানির জন্যসকল রিট মোশন এবং শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে রাজউকসহ সকল প্রকাররিট বিষয়াদি এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল আবেদনপত্র অন্তর্ভুক্তছিলো। গতকাল হাইকোর্টের এ বেঞ্চের দরজায় সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিতএক নোটিসে বলা হয়েছে, বিচারপতি কাজী রেজাউল হক একক বেঞ্চে বসবেন এবংশুনানির জন্য দৈনিক মামলার তালিকার ২৩৯ নং পৃষ্ঠায় বর্ণিত শূন্য তালিকার১-৫ নং ক্রমিকের মোকদ্দমাসমূহ গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারএকেএম শামসুল ইসলাম বলেন, ৫ জনের ব্যাপারে প্রজ্ঞাপন হয়েছে। সেই কাগজপত্রপেয়েছি। উনি (এবিএম আলতাফ হোসেন) আজ বসেননি। পরবর্তী নির্দেশ না আসাপর্যন্ত আজ মঙ্গলবার থেকে তার নাম কার্যতালিকায় আসবে না বলে জানান তিনি।স্থায়ী নিয়োগ পাওয়া পাঁচ বিচারককে এ সপ্তাহে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনমিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শপথ বাক্য পাঠ করাবেনবলে জানান শামসুল ইসলাম।