স্থানীয় শহীদ দিবসের কর্মসূচি

 

 

দামুড়হুদা প্রতিনিধি: আজ ৫ আগস্ট স্থানীয় শহীদ দিবস। দামুড়হুদার আটকবরে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালনের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আটকবরে যান এবং দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা, কালো পতাকা ও মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় আট শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করা হবে। এরপর সকাল সাড়ে ১০টায় আট শহীদ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে বেলা ১২টায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হবে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষযক সম্পাদক মাসুদুল হক বিশ্বাস লিটু, জেলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা আজিজুল হক হযরত, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান হাবু, আমজাদ হোসেন, ইদ্রিস আলী, আব্দুল হালিম, আব্দুস সালাম, আব্দুল মালেক, পিন্টু, আলী আহম্মদ, হাজি রমজান আলী, লাল্টু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।