স্কুলছাত্র অভি ও তার মামা অপহরণ মামলায় আরো একজন গ্রেফতার

 

 

স্টাফ রিপোর্টার: স্কুলছাত্র অভি ও তার মামা লিটন অপহরণ মামলায় কুতুবপুরের সোনা চৌধুরী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার তাকে কুতুবপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা নূরনগরের সুজনের স্ত্রী তার ছেলে ভি.জে স্কুলের ৭ম শ্রেণির ছাত্র আশিকুর রহমান অভিকে সাথে নিয়ে বেড়াতে যান শিবপুরে। সেখান থেকে গত ১ জুন রাতে অপহরণ করা অভিকে। একই সাথে অপহৃত হয় তার প্রতিবেশী মামা লিটন। ৪ জুন হরিণাকুণ্ডুর চটকাবাড়িয়া খালের ধার থেকে উদ্ধার হয় এদের। মামলা করা হয়। তদন্তভার পান চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান। তিনি ওইদিনই সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন শিবপুরের লাল্টু নামের একজনকে। এই লাল্টুই অপহরণের নেপথ্য ফাঁস করে দেয়। সে তার সহযোগীদের নাম বলে। তারই ভিত্তিতে লাল্টুর খালাতো ভাই চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুরের সোনা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সে মৃত জালাল চৌধুরীর ছেলে। সোনা চৌধুরীকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ওসি (তদন্ত)। সাথে ছিলেন কুতুবপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই রবীন্দ্রনাথ।