সোয়া ৫ কেজি রুপোর অলঙ্কারসহ পাচারকারী রেন্টু গ্রেফতার

 

চুয়াডাঙ্গার ভুলটিয়া জোড়া ব্রিজের নিকট পুলিশের পাচারবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: রুপোর অলঙ্কার পাচারের সময় দর্শনা পুরাতন বাজারপাড়ার রেন্টু চুয়াডাঙ্গা থানা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা বদরগঞ্জ-খাড়াগোদা সড়কের ভুলটিয়া জোড়া ব্রিজের নিকট থেকে তাকে সোয়া ৫ কেজি রুপোসহ গ্রেফতার করা হয়।

পুলিশ বলেছে, একটি মোটরসাইকেলযোগে (ঝিনাইদহ-ল-১১ ০৩২৫) রাজিউল ইসলাম রেন্টু (৩২) ও বড়বলদিয়ার আনিছ রুপো পাচার করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভুলটিয়া জোড়া ব্রিজের নিকট অভিযান চালিয়ে রেন্টুকে রুপোসহ গ্রেফতার করা সম্ভব হলেও মোটরসাইকেল আরোহী আনিছ পালিয়ে যায়। অভিযানে নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই আমির আব্বাস, এসএসআই ওহিদ ও সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সাজ্জাদ। সঙ্গীয় ফোর্স নিয়ে আটকের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে খবর দেয়া হয়। সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। রুপোর থলি খুলে ওজন করা হয়। ৫ কেজি আড়াইশ গ্রাম রুপো ও রুপোর অলঙ্কার কোথায় নেয়া হচ্ছিলো? গ্রেফতারকৃত রেন্টু বলেছে, দর্শনা হয়ে কালীগঞ্জের উদ্দেশে যাচ্ছিলাম।

উদ্ধারকৃত রুপোর আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। মোটরসাইকেলটিও পুলিশ সিজারলিস্টে আটক দেখিয়েছে।