সোমবার থেকে রোজা শুরু হতে পারে

 

স্টাফ রিপোর্টার: আজ শনিবারজাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে। ধর্মমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতজাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সারাদেশ থেকে খবর নেয়ার প্রেক্ষিতে রমজানশুরুর ঘোষণা দেয়া হবে। অপরদিকে সৌদি আরবে ২৯ জুন পবিত্র রমজান শুরুহচ্ছে। সে দেশের চাঁদ দেখা কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৭ জুনের আগে চাঁদদেখার কোনো সম্ভাবনা নেই। সে অনুযায়ী ২৮ জুন শাবান মাস শেষ হবে বলেবিবৃতিতে বলা হয়েছে। এ হিসেবে একদিন পর অর্থাত৩০ জুন সোমবার থেকেবাংলাদেশে রোজা শুরু হবার সম্ভাবনা বেশি। আর তা হলে রোববার থেকে শুরু হবে তারাবীহ।

এদিকে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২৮ জুনবাংলাদেশে রমজানের চাঁদ দেখা যাবার সম্ভাবান কম। বাংলাদেশঅ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ড. এ আর খান এক বিবৃতিতে বলেন, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ২৯ জুন। সে অনুযায়ীবাংলাদেশে ৩০ জুন সোমবার থেকে রমজানের রোজা শুরু হতে পারে।বিবৃতিতেতিনি বলেন, ২৭ জুন শুক্রবার দুপুর ২টা ৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যাকলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। নতুন চাঁদ ওই দিনই সন্ধ্যা ৬টা ৪৯মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ২ ডিগ্রি নিচে অবস্থান করবে। ফলেশুক্রবার বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে না। পরদিন ২৮ জুন সন্ধ্যা ৬টা ৪৯মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ৭ ডিগ্রি ওপরে অবস্থান করবে এবংপ্রায় ৩৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে অস্ত যাবে।এজন্য শনিবারও বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। পরদিন ২৯জুন রোববার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ১৭ডিগ্রি ওপরে অবস্থান করবে এবং প্রায় এক ঘণ্টা ২০ মিনিট দেশের আকাশে অবস্থানকরে রাত ৮টা ৯ মিনিটে অস্ত যাবে। ওইদিন চাঁদের প্রায় পাঁচ শতাংশ আলোকিতথাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নতুন চাঁদটিকে স্পষ্টভাবে দেখাযাবে।