সেই ৩ বাংলাদেশির মৃতদেহ ফেরত দিয়েছে ভারত

স্টাফ রিপোর্টার: ভারতের ত্রিপুরা রাজ্যের বাসাইবাড়ি গ্রামে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারত। হত্যাকাণ্ডের ৩ দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারাকোট সীমান্ত দিয়ে লাশ ৩টি ফেরত দেয়া হয়। বাংলাদেশের পক্ষে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের উপস্থিতিতে চুনারুঘাট থানার পুলিশ লাশ গ্রহণ করে। ভারতের পক্ষে বিএসএফ-১০ ব্যাটালিয়নের পক্ষে ত্রিপুরা পুলিশ লাশগুলো হস্তান্তর করে। বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। তাদের দাবি নিহতরা সোমবার সীমান্তে জ্বালানী কাঠ কুড়াতে যায়। তখন গ্রামবাসী তাদের ধরে নিয়ে হত্যা করে। বিজিবি জানায়, জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সীমান্তে ভারতের খোয়াই জেলার বাসাইবাড়ী গ্রামে মঙ্গলবার করম আলী, সুজন মিয়া ও আক্কল মিয়া নামে ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করে ভারতীয়রা। এর প্রেক্ষিতে ভারতের পাহাড়মুড়া বিএসএফ ক্যাম্পে বুধবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪৬ ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্ণেল নাছির উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পাহাড়মুড়া বিএসএফ ক্যাম্পের সিইও এ কে বিদ্যার্থী। বৈঠকে বাংলাদেশের পক্ষে দ্রুত লাশ ফেরতের দাবি জানানো হয়। এ সময় ভারত জানায় তারা পোস্ট মর্টেমসহ বিভিন্ন প্রক্রিয়া শেষ করেই লাশ হস্তান্তর করবে। এর সূত্র ধরেই বৃহস্পতিবার লাশ হস্তান্তর করা হয়।