সু-স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে

জাতীয় সেনিটেশন মাস উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনাসভা

গাংনী প্রতিনিধি: সু-স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে। কেননা স্বাস্থ্যই সকল সুখের মূল। যে ব্যক্তি যতো বেশি সুস্থ, সে ততো বেশি শক্তিশালী। শিশুদেরকে পরিবার থেকেই স্বাস্থ্য সচেতন করতে হবে। জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ২০১৭ ও বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে উপরোক্ত মতামত প্রকাশ করেন বক্তারা। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে গতকাল মঙ্গলবার আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে গিয়ে শেষ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয়ের সামনে দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির এসজে প্রকল্প পরিচালক সুনীল কুমার। সেভ দ্য চিলড্রেন ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।