সুপ্রিমকোর্টের আদেশে হাউলী ইউপি নির্বাচন স্থগিতাদেশ খারিজ : যে কোনদিন নির্বাচন

 

দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদার হাউলী ইউপি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মহামান্য হাইকোর্ট থেকে তিন মাসের জন্য যে স্থগিতাদেশ দেয়া হয়েছিলো তা সুপ্রিমকোর্টে খারিজ হয়ে গেছে। গতকাল সোমবার সকালে সুপ্রিমজোর্টের সিনিয়র আইনজীবি এমকে রহমান ও ব্যারিস্টার বেলায়েত হোসেন শুনানীতে অংশ নেয়। শুনানী শেষে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ খারিজ করে নির্বাচন অনুষ্ঠানের কোন বাধা নেই বলে আদেশ দেন। এ সংক্রান্তে গতকাল বিকেলে সুপ্রিমকোর্টের আইনজীবি জয়নুল আবেদীনের স্বাক্ষরিত একটি চিঠি হাতে পেয়েছেন বলে জানান ৫ম ধাপে অনুষ্ঠিত হাউলী ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহাকে হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন এবং ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা যখন প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত ঠিক ওই সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার মৃত খোদা বক্সের ছেলে ইউনুস আলী বাদী হয়ে গত ১৬ মে বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খায়রুজ্জামানের আদালতে হাউলী ইউনিয়ন বিভাজন চেয়ে নির্বাচন স্থগিতাদেশ চেয়ে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত ৩ মাসের জন্য নির্বাচন স্থগিতাদেশ দিয়ে রুলনিশি জারি করে। ভোটের মাত্র একসপ্তাহ আগে হাইকোর্টের আদেশে স্থগিত হয়ে যায় হাউলী ইউপি নির্বাচন। বিষয়টি জানার পর মোটরসাইকেল প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু সাঈদ খোকন পরদিন ঢাকায় যান এবং ২৫ মে সুপ্রিমকোর্টের অনুমতি সাপেক্ষে তৃতীয় পক্ষ হিসেবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। গত ২৬ মে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম শুনানী অনুষ্ঠিত হয় এবং গতকাল পূর্ণাঙ্গ শুনানী শেষে হাউলী ইউপি নির্বাচন ৩ মাসের জন্য যে স্থগিতাদেশ দেয়া হয়েছিলো তা খারিজ করে দেয়া হয়। এ আদেশের পর যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান হাউলী ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।