সুন্দরবন এক্সপ্রেসে পাথর নিক্ষেপ : এবার চালক আহত

 

স্টাফ রিপোর্টার: ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস টেনে ছুড়ে মারা পাথরে আহত হয়েছেন ট্রেনের চালক ইসরাইল হোসেন। যশোরের নওয়াপাড়া ও সিঙ্গারাই স্টেশনের মধ্যবর্তী স্থানে কে বা কারা ট্রেনে পাথর ছুড়ে মারে। এ পাথর চালক ইসরাইলের পিঠে লাগে। এতে তিনি আহত হন। ফলে ট্রেন চুয়াডাঙ্গায় পৌঁছুতে এক ঘণ্টা বিলম্ব হয়।

ইদানীং প্রায়ই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। সম্প্রতি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় চট্টগ্রামে এক নারী প্রকৌশলী নিহত হয়েছেন। এরই মধ্যে গতকাল খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টার পর নওয়াপাড়া স্টেশন অতিক্রম করলে কে বা কারা চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারে। একটি পাথর ট্রেনের চালক পটুয়াখালীর ইসরাইল হোসেনের পিঠে লাগে। এ কারণে ট্রেনের বিলম্ব ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে গতরাত পৌনে ১২টার দিকে ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনের চালক ইসরাইল মাথাভাঙ্গাকে জানান, আকস্মিক একটি পাথর ছুটে এসে পিঠে লাগে। তার ধারণা বখাটে ছেলেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।