সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলা অব্যাহত

 

মাথাভাঙ্গা মনিটর: আইএসকে নির্মূলে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলা অব্যাহত আছে। গতকাল বুধবার সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে আটটি কুর্দি গ্রামে বিমান হামলা চালানো হয়েছে। আইএস জঙ্গিরা সম্প্রতি গ্রামগুলো দখল করে নিয়েছিলো। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ হামলায় যুক্তরাষ্ট্রের সাথে পাঁচটি আরব দেশ অংশ নিয়েছে। হামলায় গতকাল দুপুর পর্যন্ত প্রায় ১২০ জঙ্গি ও ১১ বেসামরিক লোক নিহত হয়েছেন। আইএসকে দমনে বেশ কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক মুখপাত্র। মার্কিন নেতৃত্বাধীন জোটকে সম্মুখ স্থলযুদ্ধে আসতে হুমকি দিয়েছে আইএস।

এদিকে আইএসের পক্ষে লড়তে বিশ্বের প্রায় ৭৪টি দেশ থেকে জঙ্গিরা সিরিয়া ও ইরাক যাচ্ছে। ভোররাতে সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে জঙ্গিদের দখল করা প্রায় আটটি কুর্দি গ্রামে হামলা চালানো হয়েছে। তবে ঠিক কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। সিরীয় সরকার এর আগে এ অঞ্চলে হামলা পরিচালনা করেনি। স্থানীয় বাসিন্দাদের মতে, মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীই এ হামলা চালিয়েছে। তারা পাঁচটি বিমান হামলা দেখেছে। আইএস জঙ্গিরা কুর্দি গ্রামে অভিযানে নামার প্রস্তুতির সময় এ হামলা হয়েছে। খুশনা তিল্লো নামে এক সিরীয়-কুর্দি সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি বলেন, কুর্দি অধ্যুষিত সিরিয়ার কুবান শহরে এ হামলা চালিয়েছে তুরস্ক। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যুদ্ধবিমানগুলো তুরস্কের আকাশের দিক থেকে এসেছিলো। তারা জানান, হামলার আগে তুর্কি পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে স্থানীয় জনতাকে সরিয়ে দিয়েছিলো। অবশ্য তুরস্কের কর্মকর্তারা জানান, তাদের আকাশসীমা দিয়ে তাদের বা মার্কিন যৌথ বাহিনীর কোনো যুদ্ধবিমান যায়নি। মার্কিন সেন্টার কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, তারা সিরিয়ার দক্ষিণের দেইর-আল-জোউর অঞ্চলে আইএস জঙ্গিদের দুটি যানবাহন ধ্বংস করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, সিরীয় সীমান্তের কাছে তারা বিমান হামলা চালিয়েছে। এ হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইন তাদের সহযোগিতা করছে। তিনি জানান, তাদের হামলায় এ পর্যন্ত ১২০ আইএস ও আল কায়দা জঙ্গি নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে রয়টার্স বলেছে, তিন দিন ধরে চলা মার্কিন নেতৃত্বাধীন হামলায় প্রায় ১১ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।