সিজার তাবেলা হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র

স্টাফ রিপোর্টার: ইতালির নাগরিক সিজার তাবেলা (৫১) হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। গতকাল সোমবার আদালতে অভিযোগপত্রটি জমা দেয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম নিশ্চিত করেছেন। নাজমুল আলম বলেন, পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় অভিযোগপত্র থেকে সোহেল আহম্মেদ ওরফে ভাঙারি সোহেলের নাম বাদ দেয়ার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা পায়া গেছে। তাই তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা অন্য আসামিরা হলেন, কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন। এদের মধ্যে সোহেল ছাড়া অন্য সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ৭ আসামির মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত ইতোমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিন ও এই চারজন কারাগারে আছেন। কাইয়ুম ও ভাঙারি সোহেল পলাতক।