সাহেদুজ্জামান টরিক হেলিকপ্টারযোগে আপন ঠিকানায় ফিরে চুয়াডাঙ্গার পুনর্ব্যক্ত করলেন উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কৃতীসন্তান সিঙ্গাপুর প্রবাসী সাহেদুজ্জামান টরিক গতকাল রোববার এক বেলার জন্য আপন ঠিকানায় ফিরলেও এলাকার আবাল-বৃদ্ধ-বণিতার কল্যাণে সামর্থ্য সকলকে সব সময় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানালেন। গতকাল তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থকে রওনা হয়ে তার পিতা মরহুম সামসুজ্জোহার প্রতিষ্ঠা করা পাঁচকমলাপুর মাদরাসা প্রাঙ্গণে অবতরণ করেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

সাহেদুজ্জামান টরিক সিঙ্গাপুরের একজন সফল ব্যবসায়ী। তিনি সেখানে বসবাস করলেও তার আপন ঠিকানা চুয়াডাঙ্গার উন্নয়ন ভাবনা দু চোখ জুড়ে। তিনি যখনই দেশে ফেরেন, তখনই স্বল্প সময়ের জন্য হলেও আপন ঠিকানা তথা নাড়িপোতা মাটি ছোঁয়ার কর্মসূচি হাতে রাখেন। তার পিতার পৈত্রিক ঠিকানা আলমডাঙ্গার পাঁচকমলাপুরে। সেখানেই শামসুজ্জামান স্থাপন করেছেন মাদরাসা। প্রায় শ খানেক দুস্থ ছেলে সেখানে থেকেই লেখাপড়া করে। ওখানেই মরহুম শামসুজ্জোহার কবরস্থান। সাহেদুজ্জামান টরিক গতকাল পিতার স্থাপিত মাদরাসায় অবতরণের পর পিতার কবর জিয়ারত করেন। এরপর তিনি জেলা শহরের মুক্তিপাড়াস্থ বাসায় দীর্ঘ সময় ধরে আপনজনসহ অনেকের সাথেই দেখা করেন। চুয়াডাঙ্গার সার্বিক দিক নিয়ে আলোচনা করে উন্নয়নে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনঃপুন ব্যক্ত করেন।