সাহিত্যে নোবেল পেলেন মোদিয়ানো

মাথাভাঙ্গা মনিটর: এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি ইহুদী ঔপন্যাসিক প্যাটট্রিক মোদিয়ানো। তিনি ১১তম ফরাসি লেখক হিসেবে এ সম্মানে ভূষিত হলেন। সুইডিশ অ্যাকাডেমি গতকাল বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১১তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে। অ্যাকাডেমির সেক্রেটারি পিটার ইংলান্দ বলেন, প্যাটট্রিক মোদিয়ানোকে নোবেল পুরস্কার দেয়া হলো তার শৈল্পিক স্মৃতিগ্রন্থনার জন্য, যার মধ্যদিয়ে তিনি মনে করিয়ে দেন মানব ভাগ্যের দুর্বোধ্যতার কথা, উন্মোচন করেন আগ্রাসনের বিশ্বে জীবনের স্বরূপ। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার বাবদ তুলে দেয়া হবে ৮০ লাখ ক্রোনার।