সারাদিন রিকশা চালিয়ে জিড়োতে বসে ঘুম : ট্রেনে কেটে মৃত্যু

চুয়াডাঙ্গা বেলগাছি মুসলিমপাড়ায় রকেট এক্সপ্রেসে কাটা পড়ে চিৎকার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছি মুসলিমপাড়ার রিকশাচালক আসমান আলী (৪০) ট্রেনে কেটে মারা গেছে। গতরাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে রেললাইনের ধারে বসে থাকা অবস্থায় ঘুমিয়ে গেলে সে ঊর্ধ্বগামী রকেট এক্সপ্রেসে কাটা পড়ে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা বেলগাছি মুসলিমপাড়ার মহিউদ্দীনের ছেলে আসমান এক সময় শ্মশানপাড়ায় থাকতো। সেখানে তার প্রথম স্ত্রী ও দু সন্তান রয়েছে। আসমানী নামের এক নারীর সাথে দ্বিতীয় বিয়ে করে মুসলিমপাড়া রেললাইনের ধারে ঝুপড়িঘর করে বসবাস করে আসছিলো। এ সংসারেও তার এক সন্তান রয়েছে। গতকাল সারাদিন রিকশা চালিয়ে রাত ৯টার দিকে বাড়ি ফেরে। স্ত্রী আসমানি তাকে রাতের ভাত খেয়ে নিতে বলে। একটু জিড়িয়ে নিয়ে ভাত খাবো বলে জানিয়ে গামছা নিয়ে ঝুপড়ির বাইরে রেললাইনের ধারে বসে। সেখানেই ঘুমিয়ে পড়ে অথবা নেশার ঘোরে আছন্ন হয়ে থাকে। স্থানীয়রা এরকমই তথ্য দিয়ে বলেছে, রাত সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেসে একটি হাত ও দু পা কাটা পড়ে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর অবস্থা আশঙ্কাজনক। দ্রুত রক্ত দিতে না পারলে রোগী বাঁচানো অসম্ভব। এরই ঘণ্টাখানেকের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আসমান।