সাবেক সংসদ সদস্য হাজি মো. মোজাম্মেল হক গুরুতর অসুস্থ ॥ সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি জাতীয় সংসদের সাবেক সদস্য শিল্পপতি হাজি মো. মোজাম্মেল হক গুরুতর অসুস্থ। তাকে ঢাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নেয়ার প্রক্রিয়া করা হচ্ছে। আজ কালের মধ্যেই তাকে ব্যাংকে নেয়া হতে পারে। তিন ছেলেসহ পরিবারের সদস্যরা শিল্পপতি হাজি মো. মোজাম্মেল হকের আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি বয়সজনিত নানা রোগে ভুগছেন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মো. মোজাম্মেল হক। এরপরও চুয়াডাঙ্গা ইমার্জেন্সি সড়কস্ত নিজ বাসভবনেই থাকছিলেন। মাঝে মাঝে তার প্রতিষ্ঠান বঙ্গজেও পরিদর্শন করে চেম্বারে কাটাচ্ছিলেন সময়। গত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারযোগে নেয়া হয় ঢাকায়। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হার্ট স্বাভাবিকভাবে কাজ না করায় দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। ফলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা চলছে। এয়ার অ্যাম্বুলেন্স নেয়া হয়ে গেছে। এখন বাকি ব্যাংককের ভিসা। আজ রোববার হওয়ায় তা পাওয়া না গেলে আগামী সোমবার তাকে ব্যাংককে নেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার ছেলে তরুণ শিল্পপতি আতিকুল হক মিথুন। তিনিসহ তার পরিবারের সকলেই আশু রোগমুক্তি কামনায় পুনঃপুন দোয়া করার আহ্বান জানিয়ে বলেছেন, আব্বার সব কিছুই ঠিক থাকছে, হঠাত হঠাত হার্ট অস্বাভাবিক হয়ে যাচ্ছে।