সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনের প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী স্বাচিপ নেতা আব্দুল লতিফ

 

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দ্বি-বার্ষিক নির্বাচনে চুয়াডাঙ্গায় বিএমএ’র বর্তমান সাধারণ সম্পাদক স্বাচিপ নেতা ডা. সাহাদাৎ হোসেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সদস্য সচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নং সদস্য ডা. আব্দুল লতিফ। এদিকে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ নির্বাচনে অংশগ্রহণ করছে না। বিএমএ নির্বাচনে ভোটার সংখ্যা ৯৬ জন। আগামী ২০ মে বিএমএ’র নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বিএমএ চুয়াডাঙ্গা জেলা কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ২৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ডা. মার্টিন হীরক চৌধুরীর নেতৃত্বাধীন একটি পূর্ণাঙ্গ প্যানেল গত ১৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছে। অপর একটি পদে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র চুয়াডাঙ্গা জেলা কমিটির সাবেক সদস্য সচিব ডা. আব্দুল লতিফ সাধারণ সম্পাদক পদে এককভাবে প্রার্থী হয়েছেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে মার্টিন হীরক চৌধুরী, সহ-সভাপতি পদে ফকির মোহাম্মদ ও পরিতোষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক পদে শাহাদাৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সফিউল কবির, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে বেলাল উদ্দীন, দফতর সম্পাদক পদে মশিউর রহমান, প্রচার জনসংযোগ সম্পাদক পদে রাজিবুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক পদে শাহীনুর খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে গোলাম মোস্তফা, লিয়াকত আলী, খবীর উদ্দিন, তারিকুল আলম, আরিফুল আলম, আবু হেনা মোহাম্মদ জামাল, এসএম তারিক ইমাম, সেলিমা আকতার, সাঈদ উর রহমান, আলী হোসেন ও শাহীনা আফরিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, ড্যাব নেতা ডা. একরামুল হক, ডা. জিন্নাতুল আরা, ডা. আবু হাসানুজ্জামান, আব্দুল হালিম ও আলাউদ্দিন আল আজাদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে তা জমা দেননি।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক ডা. মার্টিন হীরক চৌধুরী বলেন, বিএমএ নির্বাচনে সকল পদে স্বাচিপ এককভাবে প্রার্থী দেয়া হয়েছে। ডা. আব্দুল লতিফ স্বাচিপ কমিটির শাহাদাৎ হোসেন একই কমিটির একজন সদস্য।

সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী ডা. আব্দুল লতিফ বলেন, ডা. মার্টিন হীরক চৌধুরী ও ডা. শাহাদাৎ হোসেন সমর্থিত প্যানেল সত্যিকার অর্থে স্বাচিপ সমর্থিত প্যানেল নহে। স্বাচিপ সমর্থিত প্যানেল হলে বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়কসহ ৬ জন কমিটির সভা না ডেকে ডা. মার্টিন হীরক ও শাহাদাৎ হোসেন তাদের প্রিয়ভাজন চিকিৎসকদের নিয়ে একটি প্যানেল তৈরি করে জমা দিয়েছেন। যা স্বাচিপ’র প্যানেল বলে গ্রহণযোগ্য নহে। তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে, বাগেরহাট, নড়াইল ও বান্দরবান বিএমএর যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

ড্যাব নেতা ডা. একরামুল হক বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অন্যতম কারণ পরিবেশ। নির্বাচনে মানসিকভাবে কেউ কেউ বিব্রতবোধ করেন। সে কারণে নীরবে সরে গেলাম।

বিএমএ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. শফিউজ্জামান সুমন বলেন, সাধারণ সম্পাদক পদে দুটিসহ ২৩ পদে ২৪ মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে ডা. রতন কুমার সিংহ ও সদস্য হিসেবে ডা. আসাদুর রহমান মালিক রয়েছেন। আগামী ২০ মে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৩ সালে সর্বশেষ বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে ডা. মার্টিন হীরক চৌধুরী ও ডা. শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।