সাত খুন : র‌্যাব মহাপরিচালককে তদন্ত কমিটির তলব

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত সাত অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে আদালতের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ সোমবার বেলা আড়াইটায় তাকে সচিবালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য আবুল কাশেম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরো জানান, এই কমিটি এর আগে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম এবং প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত অপহরণ ও খুনে র‌্যাব-১১ এর কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ইতোমধ্যে গ্রেফতার হওয়া র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।