সাংবাদিকতার নাম ভাঙিয়ে ও সংবাদ লিখে দেয়ার হুমকি দিয়ে চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: সাংবাদিকতার নাম ভাঙিয়ে চুয়াডাঙ্গায় গণহারে চাঁদাবাজি চলছে। হুমকি-ধামকি দিয়ে চিকিৎসক, পেশাজীবীসহ বিভিন্ন ব্যবসায়ীর নিকট মোটা অংকের টাকা দাবি করে তা না পেলে আপত্তিকর শব্দ ব্যবহার করে সংবাদ পরিবেশনও করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে আবেদনও করেছেন। গতকালও চুয়াডাঙ্গার কৃতী সন্তান এক চিকিৎসকের নিকট মোটা অংকের টাকা দাবি করে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তি। টাকা না দিলে একটি পত্রিকার সম্পাদক বলে পরিচয় দিয়ে মোবাইলফোনে ওই চিকিৎসককে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়েছে। চিকিৎসকের পক্ষে প্রতিকার প্রার্থনা করা হয়েছে।

জানা গেছে, সাংবাদিক পরিচয়ে বেশ কিছুদিন ধরে গণহারে চাঁদাবাজি হলেও অনেকেই আপত্তিকর মিথ্যা সংবাদে মর্যাদাহানির আশঙ্কায় প্রকাশ করতে সাহস পায় না। কেউ কেউ এক দু’শ টাকা দিয়ে মুখ বুঝে থাকেন। সম্প্রতি চুয়াডাঙ্গা দলিল লেখক সমিতির পক্ষে ওই সংবাদপত্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনসহ জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদনও করা হয়েছে।