সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল্লা শেখের মাতা ছাদেমান নেছার ইন্তেকাল

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তেঁতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লা শেখের মাতা ছাদেমান নেছা মারা গেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। তিনি গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ জলিবিলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে সরোজগঞ্জ জলিবিলা হাজি আব্দুল্লা শেখের চাতালে জানাজা শেষে তার নিজ গ্রাম জলিবিলার পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে ছাদেমান নেছা ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাদেমান নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।