সরোজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : হোটেল ও ওষুধের দোকানে জরিমানা

 

সরোজগঞ্জ প্রতিনিধি: গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত ৬টি দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা আইনে ৫১ ধারায় সেবা ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা, সুলতানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে দু হাজার ৫শ টাকা, তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক দু হাজার ৫শ টাকা, আবির হোটেলের মালিককে ১ হাজার ,ও ফরিদ হোটেল মালিককে ১ হাজার জরিমানা করা হয়। এছাড়া উদয়ন মেডিকেল হল ভ্রাম্যমণ আদালত পরিচালনা করেও কোনো মেয়াদোর্ত্তীণ ওষুধ না পাওয়া দোকান মালিককে ধন্যবাদ দেন। চুয়াডাঙ্গা সদর থানার এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।