সরকারি হলো আরও ১২টি স্কুল অ্যান্ড কলেজ

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ ৯ জেলার ১২টি মডেল স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন জাতীয়করণকৃত ১২টি মডেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে রয়েছে রাজধানী ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ।