সরকারি লালন শাহ কলেজের দু শিক্ষার্থীর পরীক্ষা দেয়া অনিশ্চিত

স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের দু শিক্ষার্থীর পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। হরিণাকুণ্ডু হাসপাতাল পাড়ার নাজমুল এবং অভি দুজন প্রথমে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। পরে তারা কুষ্টিয়া সরকারি কলেজ থেকে টিসি গ্রহণ করে সরকারি লালন শাহ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে যথারীতি পড়াশোনা করতে থাকে। এ কলেজ থেকে ফরম পূরণ করে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করে। অবশেষে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গেলে কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ তাদের কলেজ পরিবর্তনের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন না করে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে বলে বোর্ডে রিপোর্ট প্রদান করে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য প্রশাসনের ওপর দায়িত্ব অর্পণ করায় এ দু শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে তাদের পরিবার চরম উৎকণ্ঠায় পড়েছে। এদিকে অভিযুক্ত ছাত্র নাজমুল এবং অভি তাদের কলেজ পরিবর্তনের বিষয়ে কোনো প্রকার জালিয়াতির আশ্রয় নেয়া হয়নি দাবি করে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে।