সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি যুদ্ধ সেপ্টেম্বর থেকে

 

স্টাফ রিপোর্টার: দেশেরসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী সেপ্টেম্বর থেকে ভর্তি যুদ্ধ শুরু হবে।এরই মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তির তারিখ নির্ধারণও করেছে। আগামী ৮আগস্টের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পাবে। ফল প্রকাশের পর পরইভর্তি কার্যক্রমে অংশ নিতে হবে শিক্ষার্থীদের।

এর আগে রাজধানীরএকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসিদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়েআলোচনা হয়। সরকারি ৩৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে একই সাথেএকাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা না হয় সে কারণেইএ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিতছিলেন।

তথ্য অনুযায়ী,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ারজন্য আবেদন করা যাবে ১৪ থেকে ৩১ আগস্ট। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ‘গ’ইউনিট ৫ সেপ্টেম্বর। এছাড়া,‘ক’ইউনিট ১২ সেপ্টেম্বর,‘খ’ইউনিট ১৯সেপ্টেম্বর,‘গ’ইউনিট ৫ সেপ্টেম্বর,‘ঘ’ইউনিট ২৬ সেপ্টেম্বর ও ‘চ’ইউনিট১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েবিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর। এছাড়া,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে ১ থেকে৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ও ৭ নভেম্বর। বরিশালবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ অক্টোবর। রাজশাহীপ্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা ৩১অক্টোবর,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স কোর্স,বিবিএ প্রোগ্রাম ওইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর শুরু হবে। ৬ নভেম্বরপর্যন্ত বিভিন্ন বিভাগ ও অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।আগামী একমাসের মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলেসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।