সব পেশাতেই সফল হতে অতিরিক্ত কিছু গুণ থাকা প্রয়োজন : ইংরেজি জানা ভালো গুণ

চুয়াডাঙ্গায় ড. এআর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনকালে নাসা’র প্রাক্তণ বিজ্ঞানী ড. এসআর মালিক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ড. এআর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের অদূরবর্তী স্থানে স্থাপিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি আমেরিকা নাসা’র প্রাক্তণ বিজ্ঞানী ড. এসআর মালিক। উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমানে বিশ্বের অন্যান্য দেশ ভ্রমণে কথোপকথনের অন্যতম মাধ্যম ইংরেজি ভাষা। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের প্রতিটি দেশে ইংরেজি ভাষার প্রচলন রয়েছে। বিসিএস’র বিভিন্ন ক্যাডারেও ভালো ইংরেজি জানা শিক্ষার্থীদের রয়েছে যথেষ্ট সুযোগ-সুবিধা। বর্তমানে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকাংশই ইংরেজিতে দুর্বল। ফলে তারা উন্নত প্রতিষ্ঠানগুলোতে ভালো অবস্থানে চাকরির সুযোগ পাচ্ছে না। সব পেশাতেই সফল হতে অতিরিক্ত কিছু গুণ থাকা প্রয়োজন। তাই ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
প্রতিষ্ঠানের সভাপতি ড. এআর মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. এমএ সবুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আব্দুল্লা আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
বক্তব্যে প্রতিষ্ঠানের সভাপতি ড. এআর মালিক বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে বাংলাদেশসহ সারাবিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, দূতাবাস ও বিদেশে চাকরি নেয়ার ক্ষেত্রে ইংরেজি একটি অপরিহার্য ভাষা। বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইংরেজির রয়েছে ব্যাপক চাহিদা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করা। ওই প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ শিক্ষক ম-লী। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে তারা তাদের সাধ্যমত চেষ্টা করছে। ভবিষ্যতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশের উন্নত প্রতিষ্ঠানে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।