সবার জন্য খাদ্য চাই খাদ্য অধিকার আইন চাই

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব খাদ্য দিবসের আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিশ্বখাদ্য দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকারের সভাপতিত্বে আলোচনাসভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব ও অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান।

বক্তব্য রাখেন- জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কোহিনুর ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক শিকদার ও কৃষক প্রতিনিধি তাহাজ উদ্দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বীজপ্রত্যয়ন এজেন্সি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, চুয়াডাঙ্গা ১ লাখ টন খাদ্য উদ্বৃত্ত জেলা। খাদ্য উৎপাদন বাড়াতে সরকার অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি আশা করবো এ জেলার মানুষ সরকারের গৃহীত কর্মসূচি যথাযথভাবে প্রয়োগ করে আরো বেশি পরিমাণ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনাসভা, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। ‘সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই’ স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হক, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শেখ, বাংলাদেশের কমিউনিস্টপার্টির জেলা কমিটির সম্পাদক নুরুল ইসলাম, জেলা লোকমোর্চার সহসভাপতি রাশেদ উল ইসলাম জোয়ার্দ্দার, আকাঙ্ক্ষার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। গভার্নেন্স কোয়ালিশনের প্রতিনিধি জহির রায়হানের উপস্থাপনায় বক্তব্য রাখেন যুগ্মআহ্বায়ক ইলিয়াস হোসেন, প্রবন্ধ পাঠ করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নুঝাত পারভীন, আ.ছালাম, জেলা কৃষি জনমূল্য কমিশনের সহসভাপতি আবু সুফিয়ান বিল্লাল, জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি জগলুল কাদের, জীবননগর লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, প্রগতি লেখক সঙ্ঘের সম্পাদক কাজল মাহাম্মুদ, জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা চাষি ফেডারেশনের সভাপতি দোবেন্দ্রনাথ দোবে, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম, উদীচীর সভাপতি অ্যাড. নওশের আলী, ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফ উদ্দিন, হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বাবুল, সিডিএফ প্রকল্প সমন্বয়কারী আসমা হেনা চুমকি প্রমুখ। শেষে শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসকের নিকট স্মারকরিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, পারিবারিক কৃষি, প্রকৃতির সুরক্ষায় সরার জন্য খাদ্য এ স্লোগানকে সামনে রেখে গতকাল আলমডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস থেকে ৱ্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্শিন শেষে কৃষি অফিস চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত। কৃষিবীদ সাইফুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদ্ভিদ কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার আহসানউল্লাহ শাহিন, হাফিজুর রহমান, মতিয়ার হোসেন, কৃষক গোলাম সরোয়ার, মোজাফ্ফর হোসেন লালু, মোশারেফ হোনেস, আহসান প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় পারিবারিক কৃষি-প্রকৃতির সুরক্ষা, সবার জন্য খাদ্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও কৃষি সম্প্রসালণ কর্মকর্তা সেলিম হোসেন। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, হিসাবরক্ষণ কর্মকর্তা সুজিৎ কুমার বিশ্বাস, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাইজার আলী পল্টু, আ.লীগ নেতা রবিউল হোসেন, শুকলাল প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাসমত আলী।

মেহেরপুর অফিস জানিয়েছে, পারিবারিক কৃষি প্রকৃতির সুরক্ষা, সবার জন্য খাদ্য এ প্রতিপাদ্যে মেহেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চৈতন্য কুমার দাস, খাদ্য নিয়ন্ত্রক অফিসার সুধাংশু হাওলাদারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চাষিরা আলোচনাসভায় অংশ নেন। খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. আখতারুজ্জামান। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে খাদ্য অধিকার আইন প্রণয়ণের দাবিতে খাদ্য অধিকার প্রচারাভিযান মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে ৱ্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উন্নয়ন ধারা ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা নামে দুটি বেসরকারি সংস্থা এসব কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টার দিকে শহরের মডার্ন মোড় থেকে একটি ৱ্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পোস্টঅফিস মোড়ে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন প্লাকার্ড নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।