সন্ধ্যায় তিনটি বিকট শব্দে আতঙ্কগ্রস্থ চুয়াডাঙ্গা শহর

স্টাফ রিপোর্টার: ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা সাতটা। পর পর তিনটি বিকট বিস্ফোরণের শব্দ চুয়াডাঙ্গা শহরবাসি আতকে ওঠে। কৌতুহলি হয়ে পড়েন প্রায় সকলে। কোথায় কিহলো? প্রশ্নটি শুধু পরিবিতদের মধ্যেই ছিলো না, পত্রিকা অফিসেও অসংখ্য মানুষ ফোনে ওই বিকট শব্দের উৎস এবং কারণ জানতে চান।

না, পর পর তিনটি বিকট শব্দ কোন বোমা বিস্ফোরণের নয়। দশ চাকার ট্রাকের টায়ার ফাটারও নয়। তা হলে? ওসবের চেয়ে বহুগুণে ভয়ঙ্কর বিস্ফোরণ হলেও ভাগ্যিস প্রাণহানী হয়নি। চুয়াডাঙ্গা সদর  হাসপাতালের দক্ষিণপ্রান্তে নির্মাণাধীন তিনতলা বাড়ির ওপর দিয়ে  বেলগাছি মাঠের দিকে যাওয়া বৈদ্যুতিক তার কেটে দেয়ায় পাশের অপর মেন লাইনে পড়ে বিস্ফোরণ ঘটতে থাকে। বিকট শব্দে পথচারীসহ স্থানীয়রা আঙ্কগ্রস্থ হয়ে পড়ে। বিস্ফোরণের মুহূর্তে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বড়ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। স্থানীয়রা এ মন্তব্য করে বরেন, যে তার কাটা হয়েছে সেটি সম্ভবত বিদ্যুত থাকে না। তার চুরির জন্য? নাকি কোন বাড়ির ছাদ তারমুক্ত করার জন্য বৈদ্যুতিক তার কেটে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয় তা অবশ্য গতরাতে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।