সন্দেহভাজনকর্মকর্তাদের তালিকা তৈরি হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নারায়ণগঞ্জেরগুম-হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলায় সংশ্লিষ্ট কর্র্মকর্তা ও সন্দেহভাজনদেরতালিকা তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া অভিযুক্ত আসামিরা যাতেদেশত্যাগ করতে না পারে সে জন্য সারাদেশের বিমানবন্দরগুলো ও বর্ডার এলাকায়সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।র‌্যাবপরিচয়ে অপহরণ ও গুমের ঘটনা বেড়ে যাওয়ায় জনগণের আস্থা সঙ্কটেরপরিপ্রেক্ষিতে র‌্যাব ভেঙে দেয়া হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, র‌্যাব বিলুপ্ত করার প্রশ্নই আসে না। তারানিজেদের মতো কার্যক্রম চালিয়ে যাবে। দু-একজন কর্মকর্তার দোষের কারণে কোনোপ্রতিষ্ঠান বন্ধের প্রশ্ন আসে না।আসাদুজ্জামান খান কামাল বলেন, ঘটনারসাথে জড়িত র‌্যাব কর্মতাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিতহলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে।হাইকোর্টেররায় অনুযয়ায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি-না সাংবাদিকদের এমন একপ্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাইকোর্টের রায়ের কপি আমাদের হাতে এখনোআসেনি। রায়ের কপি পেলেই আমরা কমিটি গঠন করবো।