সঞ্চয়পত্রের সুদের হার কমছে

স্টাফ রিপোর্টার: সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রোববার ২০১৫-১৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে মুহিত বলেন, আমাদের সঞ্চয়পত্রগুলোর সুদের হার খুবই বেশি। এটা চলতে থাকলে এ খাতে বিনিয়োগ আরও বেড়ে যাবে। সরকারের ভবিষ্যত ঋণের বোঝা বেড়ে যাবে। সে কারণেই আমরা এটাকে কমানোর (রিভিউ) সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এর আগে আমরা সঞ্চয়পত্রের সুদের হার বাড়িয়েছিলাম। সেটা আর রাখা সম্ভব হচ্ছে না। তবে কবে থেকে, কোন সঞ্চয়পত্রের সুদের হার কতোটা কমানো হবে, সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। এর আগে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্স ইনস্টিটিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর সঞ্চয়পত্রের বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সুদের হার বেশি হওয়ায় সঞ্চয়পত্র বিক্রি আশঙ্কাজনক হারে বাড়ছে। বিক্রি বাড়ায় চলতি বাজেটে এ খাত থেকে সরকার ঋণ নেয়ার যে লক্ষ্যমাত্রা ধরেছিল আট মাসেই (জুলাই-ফেব্রুয়ারি) তার দ্বিগুণেরও বেশি ঋণ নেয়া হয়ে গেছে। এমনটা হতে থাকলে সরকারের বাজেট ব্যবস্থাপনা সমস্যার মধ্যে পড়বে। এ সময় অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের বেশি সুদ আর থাকবে না।