সঙ্কট নিরসনে সংলাপ অপরিহার্য : ব্যারিস্টার রফিক

 

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, দেশের চলমান সমস্যা সমাধানের জন্য সংলাপ অপরিহার্য। সন্ত্রাস আর দমন-পীড়ন করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। গতকাল রোববার দুপুরে সুপ্রিমকোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। রফিক-উল হক বলেন, সব সময় দেখবেন পৃথিবীর সবখানে সংলাপ করা হয়েছে। এখন তারানকোকে পাঠাচ্ছে। কারণ জাতিসংঘ বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান অবস্থায় সরকারপক্ষ কোনো প্রবলেম মনে না করলেও আমার কাছে প্রবলেম মনে হচ্ছে। আমরা ফাল্গুন পালন করছি। আবার ভ্যালেনটাইনস ডেও করছি। মানুষও পোড়াচ্ছি। এগুলো তো একসাথে চলতে পারে না। সন্ত্রাস-অবরোধ হরতাল এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে সমাধান হবে না। তিনি বলেন, যারা সরকারে আছে তাদের এ উদ্যোগ নেয়া উচিত। সংলাপ শুধু দু নেত্রী নয়, সুধী সমাজের সাথেও করতে হবে বলে তিনি মন্তব্য করেন।