সংসদে পররাষ্ট্রমন্ত্রী : নূর হোসেনকে ফেরত পাঠাতে সম্মত ভারত

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশফেরতে পাঠানোর ব্যাপারে ভারত সরকার সম্মত হয়েছে। গতকাল বুধবার সংসদেপ্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদআলী।এ বিষয়ে জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমানের সম্পূরকপ্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর (সুষমা স্বরাজ) সফরের সময় বন্দিবিনিময় চুক্তির আওতায় নূর হোসেনকেবাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনা হয়েছে। তারা নূর হোসেনকে ফেরতপাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। আমরা এ বিষয়ে ভারত সরকারকে অনুরোধপাঠাচ্ছি।’স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের সম্পূরক প্রশ্নেরজবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজকরার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। বর্তমান ভিসাপ্রক্রিয়া জটিল বিষয়। এর পরও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।নুরুল ইসলামের (সুজন) প্রশ্নের জবাবে মাহমুদ আলী জানান, আফ্রিকারবিভিন্ন দেশে কৃষিজমি লিজ নিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থানসৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনঅ্যাক্ট-১৯৪৭-এর কিছু বিধিনিষেধের কারণে এ ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্যঅর্জন করা সম্ভব হয়নি।মো. আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামানখান জানান, গত পাঁচ বছরে বিএসএফ এক হাজার ১৬০ জন বাংলাদেশি নাগরিককেবিজিবির কাছে হস্তান্তর করেছে।