ষোড়শ সংশোধনী রায়ে চুয়াডাঙ্গায় আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পাল্টা-পাল্টি সমাবেশ করেছে চুয়াডাঙ্গা আইনজীবীরা। গতকাল রোববার দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতি চত্বরে এসব অনুষ্ঠিত হয়। বিক্ষোভ-সমাবেশের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিপক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্রতিবাদ সমাবেশ করে।

চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে যুগ্মআহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মসলেম উদ্দিন, আসাদুজ্জামান গণি সালাম, ওয়াহেদুজ্জামান বুলা, সাঈদ মো. শামীম রেজা ডালিম, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল, হানিফ উদ্দিন, আব্দুল খালেক, বদিউজ্জামান, মাসুদ পারভেজ রাসেল ও জীল্লুর রহমান বক্তব্য রাখেন। এ সময় বক্তারা আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের অপসারণ দাবি করেন এবং প্রধান বিচারপতি এসকে সিনহার রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ।

অপরদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক-পাবলিক প্রসিকিউটর (পিপি)  মহাম্মদ শামসুজ্জোহা, সরকারি কৌশলী (জিপি) মোল্লা আব্দুর রশিদ, সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, আবুল বাসার ও  আকসিজুল ইসলাম রতন, বেলাল হোসেন, আব্দুল মালেক, তালিম হোসেন, তসলিম উদ্দিন ফিরোজ, আবু তালেব বিশ্বাস ও সামসুল আরেফিন ভুট্টো বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শফিকুল ইসলাম শফি। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় সংসদকে নিয়ে যে সকল অপ্রাসঙ্গিক বিষয় রায়ে রয়েছে তা এক্সপাঞ্জ করতে হবে ।