শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শোকের মাস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেন। তারি ধারাবাহিকতায় গতকাল সোমবার চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগ পৃথকভাবে রক্তদান কর্মসূচি পালন করে। বেলা ১১টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে মানবতার সেবায় রক্তদান করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের মেধাবী ছাত্র কলেজ ছাত্রলীগ নেতা শাওন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক অর্থবিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক ছাত্রনেতা মন্টা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বরকত জোয়ার্দ্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক সদস্য খালিদ মাহামুদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জীম, তানভির আহমেদ সোহেল, হোস্টেল ছাত্রলীগ নেতা ইসরাইল হোসেন, জুয়েল রানা, আলিফনুর, রায়হান, আকাশ, মিরাজ, পৌর ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, আসাদ, রোকন, মালেক, সিদদার, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, আল মোমিন, টোকন জোয়ার্দ্দার, জান্নাত, উজ্জ্বল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্মআহ্বায়ক আলহিম, কলেজ ছাত্রলীগের তরুন ছাত্রনেতা মিঠুন, রিয়ন, সিপন, অভি, আকাশ-২, সোহাগ, পাভেল, বিপুল, মানিক, শাওন, রাব্বি, ফিরোজ, মাছুম, ছাত্রলীগ নেতা আতিক, শেখ রাসেল, শুভসহ চুয়াডাঙ্গা জেলা সরকারি কলেজ, পৌর ও সদর থানা ছাত্রলীগের নেতাকর্মী।

অপরদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেম চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফের নেতৃত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের উন্মুক্তমঞ্চে নিজের রক্ত দান করে ওই কর্মসূচির উদ্বোধন করেন  চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ। এছাড়াও রক্তদান করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক সেক সামী তাপু, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা সুইট ও কবীরসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ শিক্ষার্থীরা।

রক্তদান কর্মসূচি ও আলোচনা সভাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক সেক সামী তাপু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী এমদাদুল হক সজল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের দূর্যোগ ও ত্রাণ ব্যাবস্থা বিষয়ক সম্পাদক সেলিম রেজা পিন্টু, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাকিব, পৌর ছাত্রলীগ নেতা আসিফ খান প্লাবন, হাফিজ ইমন, হৃদয়, রবিন, শাকিল, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা মানিক, রিয়াজ, কামরান, মিঠুন, মারুফ, সাবদারপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রিদিতা রচনা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানবীন আহমেদ সোহাগ, জাভেদ আকিব, ইসমাইল খলিলুল্লাহ, হারুণ, নিপ্পন, কানন, আরাফাত প্লাবন, ইসতিয়াক সিথুন, ফারহান রাব্বি, তৌফিক, সানজিদ, আরফিন সজীব, শাওন, জুয়েল, মেহেদী, জাহিদ ও বাপ্পিসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ।