শৈলকুপায় চাচার পরীক্ষা দিতে এসে ভাতিজার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চাচা নুর আমিনের ডিগ্রি সমাজকর্ম পরীক্ষার প্রক্সি দিতে এসে আটক হয়েছে আপন ভাতিজা সাইদুর রহমান সজল। গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। আটকের পর তাকে ১ বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক সাইদুর রহমান সজল সাহাবাজপুর গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি জানান, গতকাল শনিবার বিকেলে তৃতীয় বর্ষের সমাজকর্মের পরীক্ষা পরিদর্শনে যান তিনি। আগেই তার কাছে তথ্য ছিলো একজন ভুয়া পরীক্ষার্থীর। তিনি অনুসন্ধান শুরু করেন। এক সময় সাইদুর রহমান সজল নামের পরীক্ষার্থীর প্রবেশ পত্রটি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার আপন চাচা নুর আমিনের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছে। কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষা ১৯৮০ এর ধারা ৩ মোতাবেক তাকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।