শেখ হাসিনা গোপালগঞ্জ ও পীরগঞ্জে জয়ী

 

স্টাফ রিপোটার: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) এবং রংপুর-৬ পীরগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৮৭ হাজার ১৮৫ ভোট পেয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জেড অপু শেখ লাঙল প্রতীক নিয়ে ২ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার  ৮৩৯। ফলাফল ঘোষণার সাথে সাথে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল বের করে। দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নূর আলম মিয়া পেয়েছেন ৪ হাজার ৯৮৯ ভোট। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৭৩৫। এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এটিএম জিয়াউল হক বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দু-একটি কেন্দ্র থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়।