শীত : দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: মেঘ কাটার সাথে সাথে তীব্র শীতের পূর্বাভাস শরীরেই পাওয়া যাচ্ছে। চুয়াডাঙ্গা-মেহেরপুরের অনেকেই এরকমই মন্তব্য করেছেন। অপরদিকে আবহওয়া অধিদফতর বলেছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ঈশ্বরর্দীতে ১৩ দশমিক ৮, চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতপরশুর তুলনায় কয়েক ডিগ্রি সেলসসিয়াস কম। এদিকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতপরশু বেলা ১১টায় উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে পান্না সিনেমা হলের নিকটস্থ উদীচী কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে প্রাপ্ত ১শ পিস কম্বল বিতরণ অনুষ্ঠানে উদীচীর সভাপতি অ্যাড. নওশের আলীর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।