শিশু সন্তান তার পিতাকে আব্বু বলে ডাকতেই নির্যাতন জনরোষে পড়ে নতুন স্ত্রী নিয়ে নির্যাতকের পলায়ন

স্টাফ রিপোর্টার: আব্বু বলে ডাকতেই মধ্যবয়সী মানুষটার মধ্যে ফুটে উঠলো অগ্নিমূর্তি। ১১ বছরের অতোটুকু ছেলেকে মধ্যবয়সী একজন মেরে আহত করছে দেখে উত্তেজিত জনতা ওই লালনকেও দিয়েছে পিটুনি। ঘটনাটি ঘটেছে গতপরশু রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে।
আহত শিশু সোয়েব হাসান ও তার মা রূপা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে রূপা খাতুন বলেছেন আমার স্বামী ফার্মপাড়ার লালন। তিনি বড়বাজার নিচের বাজারের বীজ ব্যবসায়ী। রুমি ওরফে পায়েল ওরফে ঝুমুর নামের এক মহিলাকে আমার স্বামী বিয়ে করে। এরপর থেকেই আমি আমার স্বামীগৃহ থেকে বিতাড়িত। পিতার বাড়ি এতিমখানা পাড়াতেই বসবাস করে আসছি। গত মঙ্গলবার রাতে ছেলে সোয়েব হাসানকে সাথে কেনা কাটার জন্য নিউ মার্কেটে গেলে ছেলে দেখে ওর আব্বা একটি দোকানে বসে। বাইরে থেকে আব্বু বলে ডাকতেই ওই দোকান থেকে বের হয়ে ছেলেকে মারতে শুরু করে। তোর বাপ কিডা? কাকে বলছিস বাপ? বলে চোখে মুখে মারতে শুরু করলে ঠেকাতে গেলে আমাকেও মেরে আহত করে। এ সময় ওই দোকানের ভেতর থেকে বের হয়ে রুমিও আমাদের ওপর হামলে পড়ে। দৃশ্য দেখে মার্কেটের লোকজন ওদের মারতে শুরু করে। পিটুনির মুখে ওরা দুজন লালন ও রুমি পালিয়ে রক্ষা পেয়েছে।