শিশু নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না

কুষ্টিয়ার ভেড়ামারা হালিমা বেগম একাডেমী মাধ্যামিক বিদ্যালয়ে সমাবেশে তথ্যমন্ত্রী ইনু

স্টাফ রিপোর্টার: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শিশু নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। এ ব্যপারে প্রশাসন দল বা মুখ দেখে কাজ করবে না। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা হালিমা বেগম একাডেমী মাধ্যামিক বিদ্যালয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘের নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ প্রকল্পের সৃজনশীল দিবস ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ৱ্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে একথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সম্প্রতি এসব ঘটনায় পুলিশ এরই মধ্যে অপরাধীদের শনাক্ত করেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতাকৃতদের দ্রুত বিচারের আশ্বাস দেন তিনি। ইনু বলেন, বিচারহীনতার কারণে শিশু নির্যাতন বেড়েছে- এ কথা ঠিক নয়। মাঝে-মধ্যে সমাজে এ ধরনের অবক্ষয়ের ঘটনা ঘটে এবং সেটা ঠিক করার দায়িত্ব সরকারের। আর সেই দায়িত্ব থেকেই শিশু নির্যাতন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে  সরকার।

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ীই  স্থানীয় ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে হঠাৎ করে মাঝখানে নির্বাচন করার কোন তাগিদ নেই, রাজনৈতিকভাবে প্রয়োজনও নেই। বেগম খালেদা জিয়া আন্দোলন-সংগ্রামে পরাজিত হয়ে মানুষ পোড়ানোর দায় থেকে রেহাই পেতে নির্বাচনকে একটা কৌশল হিসেবে মাঠে ছুড়ে দিয়েছেন।’
জেলা জাসদের সাধারণ সম্পাদক ও হালিমা বেগম একাডেমী মাধ্যামিক বিদ্যালয়ের সভাপতি আঃ আলিম স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কার সিদ্দিক, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, নারী প্রগতি সংঘের সমন্বয়কারী কাজী রবিউল ইসলাম, হালিমা বেগম একাডেমী মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি, সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।