শিশু জিহাদের মৃত্যু : প্রকৌশলী সালামের দু দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার শাজাহানপুরে ওয়াসা পাম্পে শিশু জিহাদের মৃত্যুর ঘটনার মামলায় প্রকৌশলী আব্দুস সালামকে দু দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার প্রকৌশলী আব্দুস সালামকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য শাহাজানপুর থানা পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম তাকে জিজ্ঞাসাবাদের জন্য দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ মার্চ প্রকৌশলী আব্দুস সালাম ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাজাহানপুর রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় শিশু জিহাদ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জিহাদের বাবা নাসির ফকির দায়িত্বে অবহেলায় জিহাদের মৃত্যুর অভিযোগে শাহজাহানপুর থানায় দুজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও শাহজাহানপুর রেলকলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক প্রকৌশলী আব্দুস সালাম।