শিশুর পরনের পোশাকের পেছনে আগুন : অগ্নিদগ্ধ শিশু হাসপাতালে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার ৮ বছর বয়সী শিশু পিয়ার শরীরের পেছনের কিছু অংশ ঝলসে গেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে পিতার দোকানের দিকে যাওয়ার পথে সে অগ্নিদগ্ধ হয়। সে নিজেই আগুন নিয়ে খেলতে গিয়ে নাকি পেছন থেকে কেউ আগুন ছুড়ে মারার কারণে অগ্নিদগ্ধ হয়েছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের তেমন কেউ এ বিষয়ে কিছু বলতে পারেননি।
জানা গেছে, বঙ্গজপাড়ার পিন্টু হোসেনের মেয়ে পিয়া দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। পিতা পিন্টুর রয়েছে বঙ্গজের অদূরে দোকান। পরিবারের সদস্যদের একজন বলেছেন, বাড়ি থেকে পিতার দোকানের দিকে যাচ্ছিলো পিয়া। পথে কয়েক শিশু আগুন ধরিয়েছিলো। এরপর কীভাবে কি ঘটছে তা নিশ্চিত করে জানা না গেলেও পিয়ার পরনে থাকা পোশাকের পেছনের অংশে আগুন লাগে। তাতে পিয়ার পেছনের অংশ ঝলসে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন শিশু পিয়া প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। সে আশঙ্কামুুক্ত।