শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের আলোচনা

 

স্টাফ রিপোর্টার: মহান শিক্ষাদিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মেহরাব-বিন শানভি, মিজান মিনু, মেহেদী হাসান, আশিকুজ্জামান আসাদ, শাওন কুমার রায়, ছাত্রনেতা মনির মাহমুদ সংগীত, ইসলামিক বিশ্ববিদালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুশান্ত ওঝা, ঝিনাইদহ ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অর্পিতা সুলতানা, ঝিনাইদহ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুজন বিপ্লব বিশ্বাস, সাবেক ছাত্রনেতা ও উদীচী-চুয়াডাঙ্গার সধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সিপিবি মেহেরপুর জেলার আহ্বায়ক মীর মোস্তফা ইকবাল স্বপন, অ্যাড. নওশের আলী, লুৎফর রহমান, সিপিবি চুয়াডাঙ্গা জেলার সভাপতি অ্যাড. শহীদুল ইসলাম। বক্তারা ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের ইতিহাস ও মূল লক্ষ্য তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সঙ্কট নিরসনে ছাত্র ইউনিয়নের নিরন্তর সংগ্রাম এবং শিক্ষাকে সর্বজনীন করার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রাসঙ্গিকতার ওপর আলোচনা করেন।